২০ এপ্রিল, ২০২৪

Bagda: আড়াই একর জলাভূমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ বাগদার গ্রামের কৃষকরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-24 11:13:03   Share:   

মাটি ফেলে প্রায় আড়াই একর জলাভূমি ভরাটের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে৷ বাগদা (Bagda) থানার আষারু গ্রাম পঞ্চায়েতের আমডোবা এলাকার ঘটনা। দিন কয়েক ধরে আষারু বাশঘাটা সড়কের পাশে এই জলাভূমি (Water Body) ভরাট নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে৷ স্থানীয় গোপীবল্লভ নাথ ওই জমি নিজের বলে দাবি করেন।

তিনি বলেন, 'স্থানীয় কার্তিক পাল দলিল জাল করে নিজের নামে ওই জলাজমি বেআইনিভাবে ভরাট করছেন৷ আমরা একটি কোম্পানিকে দিয়েছিলাম। সেই কোম্পানি উঠে যাওয়ায় সেই জমি আমাদের নামেই রেকর্ড রয়েছে৷ বাগদা ভূমি রাজস্ব অফিসেও জানিয়েছে বিষয়টি৷' এমনকি ভরাটে বাধা দিলে ভয়-হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷

বৃহস্পতিবার সকালে বাসিন্দারা ওই এলাকায় গেলে মাটি ফেলার কাজ বন্ধ করে দেন শ্রমিকরা৷ অভিযোগ, 'ওই জলাভূমিতে চাষিরা পাট জাগ দেয়। এলাকার জল আসে এখানে, পাশাপাশি চাষিরাও এখানকার জল নিয়ে ক্ষেতের কাজ করেন৷ জলাভূমি ভরাট করলে সমস্যায় পড়বেন তাঁরাই৷' ভরাটের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক স্থানীয় কৃষক৷ এদিন কার্তিক পালকে বাড়ি না পাওয়া গেলেও তার ছেলে বলেন, 'ওই জমির কাগজপত্র আমাদের আছে এবং বিএলআরও অফিসের অনুমতি নিয়েই ভরাট করা হচ্ছিল।' যদিও স্থানীয়দের বক্তব্য, 'বিএলআরও অফিসের অনুমতি ছাড়াই ভরাট করছে ওই ব্যক্তি৷' 


Follow us on :