২৫ এপ্রিল, ২০২৪

Corruption: আর্থিক দুর্নীতির অভিযোগ, স্কুলের গেট পোস্টারে ছয়লাপ
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-18 12:50:05   Share:   

স্কুলে আর্থিক দুর্নীতির (Corruption) অভিযোগে পড়ল পোস্টার (Poster)। স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির প্রাক্তন সভাপতির নামে ওই পোস্টার পড়েছে। সেখানে স্কুলের প্রাপ্য সরকারি টাকা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ তোলা হযেছে।

ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকালে স্কুলের প্রধান গেটে দেখা যায় বিভিন্ন পোস্টার। যেখানে স্কুলে মিড ডে মিলের (Mid Day Meal) টাকা, স্কুল ডেভেলপমেন্টের টাকা, ছাত্র-ছাত্রীদের পোশাক (School Dress) বাবদ টাকা সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিয়োগ তোলা হযেছে প্রধান শিক্ষক ও স্কুল কমিটির প্রাক্তন সভাপতি কুমারজ্যোতি ব্যানার্জি (পল্টু) বিরুদ্ধে।

স্থানীয়রা জানাচ্ছেন, আজ সকাল থেকেই তাঁরা এই পোস্টার দেখতে পাচ্ছেন স্কুলের গেটের বাইরে ও গোটা এলাকায়। তবে কে বা কারা এই পোস্টার মেরেছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।  সব মিলিয়ে স্কুলের গেটে দুর্নীতির পোস্টের পড়াকে কেন্দ্র করে যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় বড়গাছিয়া এলাকায়। মুখ খুলেছেন অভিভাবকরা।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Follow us on :