Left Ads Here
Right Ads Here
২২ সেপ্টেম্বর, ২০২৩

Bomb: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তিন ব্যাগ সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানিনগরে
CN Webdesk      শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

ফের তিন ব্যাগ সকেট বোমা (Bomb) উদ্ধার (Rescue)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে রানিনগরে (Raninagar)। বোমা উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারের পর পুলিস ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে। বোমাতঙ্কে রয়েছে গোটা গ্রামবাসী।  

জানা গিয়েছে, বুধবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের ইলশামারি গ্রামের একটি পাট খেতের সীমানা বরাবর তিনটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে রানিনগর থানার পুলিস। ব্যাগের মুখ খুলতেই ভেতরে দেখা যায় সকেট বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য তড়িঘড়ি বোম্ব ডিসপোজাল ইউনিট এ খবর দেওয়া হয়েছে পুলিসের তরফে। 

সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগেই বারংবার বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন গ্রামবাসীরা। যদিও পুলিস জানিয়েছে, বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য জেলাজুড়ে লাগাতার অভিযান চলছে। আর সেকারণেই জেলার বিভিন্ন থানা এলাকায় নিত্যদিনই আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার করা হচ্ছে। তবে কে বা কারা বোমা ভর্তি ওই ব্যাগ গুলিকে ওখানে রেখেছিল তা এখনও পর্যন্ত অধরা পুলিসের কাছে।


Follow us on :