Share this link via
Or copy link
দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে ঘাসফুল শিবির। এবার তৃণমূল নেতৃত্ব বিশেষ ভাবে জোর দিচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ে। কারণ, বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে ব্যাপক সাফল্য পেলেও লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে বাংলার শাসকদলকে। এই ট্রেন্ড বদলাতে এবার মরিয়া তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবির বিশেষ করে জোর দিচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ে। সেই লক্ষ্যে উত্তরবঙ্গের সব চা-বাগানে বিশেষ শিবির করবে বাংলার শাসকদল। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোটারদের সামনে তুলে ধরা হবে। থাকবেন দলের শীর্ষ নেতারা।
উত্তরবঙ্গে তৃণমূলের ভিত বরাবরই নড়বড়ে। দক্ষিণবঙ্গে বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবির হৈ হৈ করে জিতে গেলেও উত্তরবঙ্গে তাঁদের হোঁচট খেতে হয়েছে। আর গত লোকসভা নির্বাচনে তো উত্তরবঙ্গে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তবে বিধানসভা, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছে ঘাসফুল শিবির। আর তাই আসন্ন লোকসভা ভোটকে নিয়ে আশায় বুক বাঁধছে বাংলার শাসকদল। এ নিয়ে বেশ কিছু কর্মসূচিও তাঁরা নিয়েছে। কিন্তু এত কিছুর পরেও তাঁদের এই প্রয়াস কি ফলপ্রসু হবে ? নাকি গত লোকসভা ভোটের মতো উত্তরবঙ্গে মুখ পুড়বে বাংলার শাসকদলের ? উত্তর মিলবে লোকসভা ভোটের ফলে।