০৯ ডিসেম্বর, ২০২৩

Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-21 19:24:46   Share:   

মেয়ের মত এবার অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে। বিচারপতির অনুপস্থিত থাকার কারণে পিছিয়ে গেল ইডির করা গরুপাচার মামলার শুনানি। এদিন রাউস  অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন সহ অন্যান্য অভিযুক্তদের। মামলার পরবর্তী শুনানি ৩১ অক্টোবর। যার ফলে এবারের পুজোটাও জেলেই কাটাতে হচ্ছে কেষ্টকে। এদিন আদালতে পেশ করার সময় আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে অনুব্রতর জামিন মামলার দ্রুত শুনানি হবে বলেও কেষ্টকে এদিন আস্বস্ত করেন আইনজীবীরা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত বছর ১১ অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে আসানসোল জেলেই বন্দি ছিলেন বীরভূম তৃণমূলের এই নেতা। নভেম্বরে আসানসোল জেলেই গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। তাঁকে দিল্লি এনে নিজেদের হেফাজতে রাখতে বিস্তর আইনি লড়াইয়ের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থাকে। অবশেষে দীর্ঘ এই আইনি লড়াই শেষে গত মার্চে অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি উড়িয়ে আনে ইডি। তারপর থেকে তিহার জেলেই কেষ্ট মণ্ডলের ঠিকানা। ইতিমধ্যে একাধিকবার রউস অ্যাভিনিউ আদালত থেকে দিল্লি হাইকোর্টে একাধিকবার জামিনের আবেদন করেন অনুব্রত। কখনও মামলার শুনানি পিছিয়েছে, কখনও খারিজ হয় জামিনের আবেদন। এই মুহুর্তে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, কন্যা সুকন্যা মণ্ডল-সহ হিসেবরক্ষক মণীশ কোঠারি প্রত্যেকই তিহারে বন্দী। এদিনেও মামলা পিছিয়ে যাওয়াও আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে। এদিন আদালতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে নিয়ে প্রশ্ন করলে কার্যত এড়িয়ে গিয়েছেন তিনি।


Follow us on :