মালদহের পর এবার পূর্ব বর্ধমান। উচ্চ মাধ্যমিকে ফেল করার পর পাশ করানোর দাবিতে আন্দোলনে সামিল হয়েও মেলেনি ফল। অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্রী। পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ৪ নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম রাজিয়া খাতুন (১৮)। সে গুসকরা গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিল।
পুলিস ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকেরা রাজিয়াকে উদ্ধার করেন। গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজিয়া উচ্চ মাধ্যমিকে ইংরাজি ও দর্শন বিষয়ে ব্যাক পায়। তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের দাবি। এমনকি পাশ করানোর দাবিতে গুসকরার আন্দোলনেও যোগ দেয় সে। কিন্তু কোনও ফল না মেলায় রাজিয়া এই পথ বেছে নিয়েছে বলে পরিবারের দাবি।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঠিক কী কারণে আত্মহত্যা, তারও তদন্ত শুরু করেছে পুলিশ।