০১ অক্টোবর, ২০২৩

CU: অর্পিতা, মোনালিসার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের জরিনা খাতুন?
CN Webdesk      শেষ আপডেট: ০১ অক্টোবর, ২০২৩   Share:   

এসএসসি (SSC) দুর্নীতিকাণ্ড যত এগচ্ছে, তদন্তে ততই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী-যোগের নতুন নতুন তথ্য সামনে আসছে। অর্পিতা (Arpita), মোনালিসার (Monalisa) পর এবার পার্থর নতুন বান্ধবী যোগ এল ইডির হাতে। জরিনা খাতুন (Jarina Khatun) নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকা এখন ইডির নজরে বলে সুত্রের খবর। ইডির সূত্র অনুসারে, একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা বিল পাশ করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জরিনা। ইডির নজরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল( West Bengal Education Amendment Bill)।

ইডির সূত্র অনুসারে, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নিজের ক্ষমতাকে একচ্ছত্র করতে ওই পদক্ষেপ নিয়েছিলেন পার্থ। জরিনা খাতুনকে তুষ্ট করতে তিনি যে কলেজের অধ্যাপিকা, সেখানকার এনওসি না নিয়েই তাঁকে সোজা কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) বিভাগীয় প্রধান করে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি জরিনাকে পদ পাইয়ে দিতে পার্থবাবুর অনুরোধে রাজ্যের এক মন্ত্রীও উদ্যোগী হয়েছিলেন বলে ইডি কর্তারা জানতে পেরেছেন। নতুন শিক্ষা বিলের মাধ্যমে কি আরও ক্ষমতা ও ঘুরপথে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়? সেই বিষয়ে এখন তদন্ত শুরু করতে চলেছে ইডি। অন্যদিকে, জরিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর শরীর ভালো নেই। এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না।


Follow us on :