২৮ মার্চ, ২০২৪

Nabanna: শাহরুখের জায়গায় বাংলা পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-16 14:25:30   Share:   

বাংলার পর্যটন দফতরের (Bengal tourism) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা-সাংসদ দেব (Actor Dev)। বুধবার নবান্ন (Nabanna) থেকে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ খান সময় দিতে পারে না, তাই এই সিদ্ধান্ত। শাহরুখের সঙ্গে দেবকে পরামর্শ করে কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি যে যে জায়গায় শিল্প ও ইকোনমিক করিডর হচ্ছে, সেখানে 'এখানে শিল্প হচ্ছে' বোর্ড লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর মন্তব্য, 'বোর্ড লাগানো হবে যাতে মানুষ জানতে পারে ওখানে শিল্প হবে।' এই প্রচার কাজ তদারকি করার জন্য মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে একটি কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, আইএএস অন্তরা আচার্য, মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইএএস স্মারকি মহাপাত্রকে রাখা হয়েছে।

বুধবার নবান্ন সভাঘরের বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংবাদ মাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আবেদন জানিয়ে মমতা বলেন, 'বাংলার স্বার্থে মিডিয়া সক্রিয় হোন। বাংলায় যে শিল্প-কর্মসংস্থান হচ্ছে, তা মানুষকে জানান। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস হতে চলেছে কলকাতায়। ওদের প্রতিনিধিরা আসছেন। ২১ মার্চ মউ স্বাক্ষর হবে, কর্মসংস্থান হবে। ১৫০০ কোটির বিনিয়োগ হবে ডব্লিউটিওতে। ৩৫০০ একর জায়গা চেয়েছে ডব্লিউটিও।'

মুখ্যমন্ত্রীর ঘোষণা, '২১ থেকে ২৩ নভেম্বর হবে বেঙ্গল বিজনেস সামিট। বেঙ্গল বিজনেস সামিটের জন্য চার-পাঁচটা রাজ্যে রোড শো করতে হবে। রাজস্থান, মুম্বাই, চেন্নাই, কর্নাটকের রোড শোয়ে আমি নিজে যাবো।'



Follow us on :