২০ এপ্রিল, ২০২৪

Body: করলা সেতুতে পড়ে ব্যাগ, রেলিংয়ে বাঁধা মাফলার! নিচে তাকাতেই চক্ষু চড়কগাছ
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-07 19:53:54   Share:   

সেতুর ওপর পড়ে ব্যাগ আর মাফলার জড়িয়ে সেতুর নিচে ঝুলছে যুবকের দেহ। বুধবার সকালে মর্মান্তিক এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের দিনবাজার সংলগ্ন করলা সেতুতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিস (police)। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জললাইগুড়ি হাসপাতাল (hospital) মর্গে পাঠায় পুলিস। জানা যায়, বুধবার সেতুতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। এরপরেই লক্ষ্য করেন সেতুর রেলিংয়ের সঙ্গে বাধা একটি গলার মাফলার। নিচে তাকাতেই চমকে ওঠেন মানুষজন। মাফলারের ফাঁসে ঝুলছে এক যুবকের দেহ। স্থানীয়রা জানিয়েছেন, যুবক ওই এলাকার নয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যেই রুজু করে তদন্ত শুরু করছে পুলিস। তবে দেহ উদ্ধারের ৮ ঘণ্টার মধ্যেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। মৃত যুবকের ব্যাগ তল্লাশি করে ভোটার কার্ড সহ কিছু নথি উদ্ধার করেছে পুলিস।

সেই নথির সূত্র ধরে জানা যায়, মৃত যুবকের বাড়ি জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙা এলাকায়। স্থানীয় ভিলেজ পুলিসের মাধ্যমে খবর পৌঁছয় মৃত যুবকের পরিবারে। তাঁর দুই ভাই জলপাইগুড়ি হাসপাতাল মর্গে এসে দেহ শনাক্ত করেন। জানা গিয়েছে, যুবকের নাম রঞ্জু রায়। দিনপাঁচেক আগে কাজের জন্য শিলিগুড়ি গিয়েছিলেন তিনি। মৃতের দাদার দাবি, যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মেরে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন মৃতের দাদা। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।


Follow us on :