এবার এক বৃদ্ধাকে ধর্ষণের (rape attempt) চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ওই বৃদ্ধা একা থাকাকালীনই তাঁর ঘরে অভিযুক্ত ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের।
বুধবার গভীর রাতে স্থানীয় খাঁপাড়া শ্মশানঘাট সংলগ্ন একটি আশ্রমের একটি ঘরে ছিলেন ওই বৃদ্ধা। আচমকাই তাঁর ঘরে রাতে এক যুবক ঢুকে পড়ে। ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বৃদ্ধা নিজেকে বাঁচাতে ঘর থেকে রাস্তায় বেড়িয়ে আসেন। ওই অবস্থাতেই নির্জন রাস্তায় তাঁর উপর অত্যাচার হয় বলেও তাঁর দাবি। অভিযুক্ত যুবক মহিলাকে কামড়ে, টেনে হিঁচড়ে ক্ষতবিক্ষত করে দেয় বলে অভিযোগ।
ঘটনার খবর পরিবারে জানাজানি হতেই, প্রথমে ওই যুবকের পরিবার এসে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যদিও বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি প্রকাশ্যে চলে আসে। এরপরই এলাকার ক্ষুব্ধ মানুষ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস যুবককে আটক করে নিয়ে যায়। পাশাপাশি ওই বৃদ্ধাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিত্সাধীন তিনি।