২৪ এপ্রিল, ২০২৪

Shootout: দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ কালিয়াচকের এক যুবক, আতঙ্কে পরিবার
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-18 11:59:27   Share:   

ফের শুটআউটের (shootout) ঘটনা। এবার ঘটনাস্থল কালিয়াচক (Kaliachak)। গুলিবিদ্ধ এক যুবক। তিনি বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (hospital) চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস (police)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম নাজিবুল হক। বৃহস্পতিবার রাতে কালিয়াচক থেকে বাড়ি ফিরছিলেন নাজিবুল হক। এরপর তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁকে লক্ষ্য করে গুলি ছেড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাজিমুল। স্থানীয় বাসিন্দারা আওয়াজ শুনে ছুটে এসে নাজিবুলকে উদ্ধার করে। পাশাপাশি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, নাজিবুলের পায়ে গুলি লেগেছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান কালিয়াচক থানার পুলিসের। তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।

গুলিবিদ্ধ যুবকের পরিবারের দাবি, পুরনো বিবাদের জেরেই এই ঘটনা। সমস্তটাই ঘটেছে পরিকল্পনামাফিক। তবে প্রকাশ্যে শুট আউটের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী নেতৃত্বরা।


Follow us on :