২০ এপ্রিল, ২০২৪

Birbhum: বোলপুরের বেসরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ, ভাঙচুর
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-23 18:41:11   Share:   

চিকিৎসাধীন যুবকের মৃত্যু (dead) ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরের (Bolpur)  এক বেসরকারি হাসপাতালে। চলেছে জানলা-দরজা ভাঙচুরও। উত্তাল হয়ে পড়ে হাসপাতাল (hospital) চত্বর। জানা গিয়েছে, মৃত ২২ বছরের ইমদাদুল হক, বীরভূমের ইলামবাজার থানার পাইকনি গ্রামের বাসিন্দা। তাঁকে চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ৮টা নাগাদ ভর্তি করা হয় বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। তাঁদের অভিযোগ, বিনা চিকিৎসায় এবং চিকিৎসক নয় এমন এক ব্যক্তিকে দিয়ে চিকিৎসা করানোর জন্যই ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের পরিবারের সদস্য ও তাঁদের আত্মীয়রা হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তাঁদের দাবি, বিনা চিকিৎসাতেই মেরে ফেলা হয়েছে এবং সঙ্কটজনক অবস্থা থাকলেও কোনও ব্যবস্থা গ্রহণ না করে সাধারণ বেডে ফেলে রাখা হয়। পরে যখন রোগী মারা যান তারপর আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের তরফ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মর্মান্তিক এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার দাবি জানানো হয়। 


Follow us on :