২৬ এপ্রিল, ২০২৪

Death: কলকাতার পর এবার হাওড়া, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত যুবক, পুর পরিষেবায় ক্ষোভ স্থানীয়দের
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-19 19:08:23   Share:   

ফের উদ্বেগ বাড়াছে ডেঙ্গু (Dengue)। মাঝ বর্ষায় হাওড়ায় ডেঙ্গুতে মৃত্যু (death) এক যুবকের। হাওড়া (Howrah) কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই এলাকায় ডেঙ্গু ছড়ালেও পুর পরিষেবার বিষয়ে বিস্তর অভিযোগ ও ক্ষোভ স্থানীয়দের।

জানা যায়, মৃত ২২ বছরের মিলন রিত। হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ওই যুবক গত ১৪-ই অগাস্ট জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। একদিন পার হতে না হতেই ১৫-ই অগাস্ট সোমবার তাঁর মৃত্যু হয়েছে। এই মরসুমে হাওড়া পুর এলাকায় এই প্রথম ডেঙ্গুতে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে।

তবে অন্যদিকে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী গত তিন সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছেন। একইসঙ্গে এলাকাবাসীদের একরাশ ক্ষোভ ও অভিযোগ কর্পোরেশনের বিরুদ্ধে। এলাকায় মশা দমনে এতদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ তুলে সরব স্থানীয়রা।


Follow us on :