স্টেশনে (Station) হকার উচ্ছেদের (Hawker Eviction) আশঙ্কায় এবং রেলের এ হেন সিদ্ধান্তের প্রতিবাদে (Protest) আজ আইএনটিটিইউসির পক্ষ থেকে আগরপাড়া স্টেশনে বিক্ষোভ (Demonstration) কর্মসূচি পালন করলেন বিভিন্ন স্টেশনের হকাররা। এই বিক্ষোভ কর্মসূচিতে ব্যারাকপুর মহকুমা অঞ্চলের সমস্ত স্টেশন থেকে হকাররা আগরপাড়া স্টেশন সমবেত হন। তারপর হকাররা আগরপাড়া ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে মিছিল (Procession) করে ৪ নম্বর প্লাটফর্ম হয়ে ফের এক নম্বর প্লাটফর্মে এসে মিছিল শেষ করেন।
সেই মিছিল শেষে হকার ইউনিয়নের নেতৃত্ব রেল কর্তৃপক্ষের (Rail Authority) সাথে আলোচনায় বসে। আরপিএফ (RPF) এবং রেল কর্তৃপক্ষের সাথে আলোচনায় হকারদের একটাই কথা, তাঁদের উচ্ছেদ করা যাবে না। তাঁদের বিকল্প ব্যবস্থা করে তবেই উচ্ছেদ করতে হবে। কারণ এ শুধু পেটের দায় নয়, এই হকাররা বিভিন্ন প্ল্যাটফর্মে রেলযাত্রীদের সুরক্ষাও (Security) দেন। পাশাপাশি রেলযাত্রীদের বিভিন্ন পরিষেবাও (Services) তাঁরা দিয়ে থাকেন। রেলযাত্রীদের পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁরাই থাকেন। রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে গৌড় অধিকারী জানালেন, কেন তাঁদের এই বিক্ষোভ কর্মসূচি।
এখন দেখার, হকারদের এই সংঘবদ্ধ আন্দোলনের মুখে পড়ে রেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়।