বৃহস্পতিবার রাতে তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ হয় মেখলিগঞ্জের এক ছাত্র। শুক্রবার সকাল হতেই তার খোঁজে পৌঁছয় সিভিল ডিফেন্স কর্মীরা। নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জেলার মেখলিগঞ্জে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ছাত্রের নাম বলরাম মণ্ডল। বৃহস্পতিবার রাতে মেখলিগঞ্জ ব্লকের ৪০ নিজতরফে নৌকাডুবির ঘটনা ঘটে। সেই নৌকাতে ১৭ জন কৃষক সহ ১২৩ বস্তা বাদাম ছিল। যার ওজন ছিল ১২২ কেজি। নৌকাডুবির পর ১৬ জনকে উদ্ধার করা গেলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ১৬ জন জানান তাঁদের সঙ্গে আরও একজন ছিল। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছাত্রের বাড়ি ময়নাগুড়ির হেলাপাকরিতে।
নৌকায় থাকা এক যাত্রী জানান, তিনি নৌকার মাঝি ছিলেন। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকা ডুবে যায় বলে প্রাথমিক অনুমান। শুক্রবার সকাল থেকেই স্পিডবোটের সহযোগিতায় সিভিল ডিফেন্স বিএসএফ ও পুলিস আধিকারিকরা তার খোঁজে।