এ কী অবাক কাণ্ড! পুত্রসন্তানের জন্ম দিয়ে মায়ের হাতে এল কন্যাসন্তান। আর এরপরই তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে। ঘটনাটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মাতৃ মা হাসপাতালের। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
জানা যায়, শুক্রবার নবগ্রাম থানার অন্তর্গত গোপগ্রাম ভিটিপাড়ার বাসিন্দা প্রতুলচন্দ্র ঘোষের স্ত্রী সীমা ঘোষ একটি পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু এরপর শুক্রবার বিকেলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পুত্রসন্তান হয়নি, কন্যাসন্তান হয়েছে সীমাদেবীর। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। শুক্রবারই সুপারিনটেন্টেন্ট ও বহরমপুর থানায় লিখিত অঙিযোগ করা হয়। আত্মীয়-স্বজনরা হাসপাতালে এসে প্রতিবাদ করেন।