গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ। আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্ৰামপঞ্চায়েতের ঘটপাড় এলাকার ঘটনা। জানা গিয়েছে, ওই গৃহবধুকে কুপিয়ে খুন করেছে তাঁরই আত্মীয় এক যুবক । অভিযুক্তের নাম সঞ্জীব বর্মণ। বাড়ি কোচবিহার জেলার পানিশালা এলাকায়। সম্পর্কে ওই যুবক মহিলার দেওর হয়।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার তিন মেয়ের মধ্যে যে কোনও একজনকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল ওই যুবক। যারা কিনা ওই যুবকের সম্পর্কে ভাইঝি হয়। এমনকি ফোন করে প্রতিনিয়ত বিরক্তও করত ওই যুবক । এর আগে সে বহু বার মৃত মহিলাদের বাড়িতে এসে ঝামেলা করে। তখন ওই যুবককে মেরে ও তার মোবাইল ফোন ভেঙে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মৃত মহিলার স্বামী।
এমনকি এই সমস্ত ঘটনা ওই যুবকের বাড়িতে জানিয়েও ছিলেন তারা। বুধবার সন্ধ্যার পর ওই যুবক তার ভেঙে ফেলা ফোনের টাকা নেওয়ার জন্য ওই মহিলাকে ফোন করে। কিছুক্ষণ পর ওই যুবক মহিলার বাড়ি এসে ঝগড়া শুরু করে দেয়। কথা কাটাকাটির মধ্যে সে ধারালো অস্ত্র দিয়ে হঠাৎ ওই মহিলাকে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই যুবক।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিস । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।