LATEST NEWS
28 May, 2023

Howrah: নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসের পরপর ধাক্কা সরকারি বাসে, বড় দুর্ঘটনা এড়ালো হাওড়া ব্রিজ
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০১-১৪ ১৯:২৪:৫৭   Share:   

শনিবার হাওড়া ব্রিজে (Howrah Bridge Accident) বেসরকারি বাসের পরপর ধাক্কা তিনটি সরকারি বাসকে। এই দুর্ঘটনায় আহত একাধিক, পুলিস উদ্ধার করে প্রত্যেককে চিকিৎসাধীন করেছে। জানা গিয়েছে, ঘাতক বাস, সরকারি বাসগুলোকে ধাক্কা না মারলে এদিন প্রাণহানি ঘটতে পারতো হাওড়া ব্রিজে। ঠিক কী হয়েছিল? প্রত্যক্ষদর্শীদের দাবী, শিয়ালদহ থেকে আসা ২৮ নম্বর রুটের একটি বাসের (Bus collides with Bus) হাওড়া ঢোকার মুখে স্টিয়ারিং লক হয়ে যায়। সে তখন নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ঢুকে পড়ে সরকারি বাস টার্মিনাস। পরপর ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা সরকারি বাসগুলোকে। এতেই আহত হয়েছেন কয়েকজন।

সঙ্গে সঙ্গে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। আটক ঘাতক বাসের চালক। প্রত্যক্ষদর্শীদের দাবী, সরকারি বাসগুলো না থাকলে মানুষের উপর উঠে যেত দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি বাসটি। এতে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা ছিল। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় হাওড়া ব্রিজের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্মরত ট্রাফিক পুলিসরা। ক্রেনের সাহায্যে দুটি বাসকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :