LATEST NEWS
28 May, 2023

Maldaha: ঘুমন্ত ২ বছরের শিশুকে আছড়ে ফেলায় জেঠিমার বিরুদ্ধে খুনের পরিকল্পনার মামলা
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৮-২০ ১৭:১১:৩৩   Share:   

নৃশংসতার সীমা পার মালদহে (Maldaha)। ঘুমন্ত দুই বছরের শিশুকে মেঝেতে আছড়ে ফেলেছিলেন খোদ নিজের জেঠিমা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাস অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মালদহ থানার পুলিস (Police) গত শুক্রবার গ্রেফতার (arrest) করে অভিযুক্ত জেঠিমা শিবানী বিশ্বাসকে। শনিবার অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে ৩৭০ ধারা অর্থাৎ খুন (murder) করার পরিকল্পনার অভিযোগে কেস দায়ের করে মালদহ থানার পুলিস। এদিনই অভিযুক্ত মহিলাকে মালদহ জেলা আদালতে (court) পাঠানো হয়। 

অভিযুক্ত শিবানী বিশ্বাস ওই শিশুর উপরে সেদিন অত্যাচার করার কথা স্বীকার করে নেন। যদিও এর আগে কোনওদিন নির্যাতন করেনি তাকে এবং সেদিন যে তার কী হয়ে গিয়েছিল, তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না, এমনটাই জানালেন সাংবাদিকদের সামনে।

Ad code goes here

অন্যদিকে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাসের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে তাঁর শিশুকে একা পেয়ে নির্যাতন করত জেঠিমা। পাশাপাশি সেদিন মোবাইলে ক্যামেরাবন্দি করেন, ছেলেকে কীভাবে নির্যাতন করছে। তাই অভিযুক্ত ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :