LATEST NEWS
29 May, 2023

Suicide: পরিবার বিয়ে মেনে না নেওয়ায় অশোক নগরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০২-২৭ ১৩:০৯:৪৪   Share:   

প্রেম করে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা। এলাকায় উত্তেজনা থাকায় অশোকনগর থানার বিশাল পুলিসবাহিনী। জানা গিয়েছে, মৃতদের বাড়ি অশোকনগরের ২ নম্বর ওয়ার্ডের সাহাপুকুর এলাকায়। স্বামীর বয়স কুড়ির কোটায় আর স্ত্রীয়ের বয়স সাড়ে ১৭ বছর। এই মৃত্যুর আগের একটি ভিডিও পুলিসের হাতে এসেছে। সেখানে মৃত নাবালিকা, তার ফেসবুক অ্যাকাউন্টে বাবা-মায়ের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছে বলে শোনা গিয়েছে।

জানা গিয়েছে, আপলাইনে ৪টে ৩০ নাগাদ ফাস্ট ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই দু'জন। মৃত্যুর সময় দুজন-দুজনের হাত ধরে ছিল এমনটা জানা গিয়েছে জিআরপি সূত্রে। এদিকে, নাবালিকার বাবা অভিযোগ অস্বীকার করে উলটে যুবকের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর দাবি, 'মেয়েকে আমি বিয়ে দিতে রাজি ছিলাম। বলেছিলাম যেমন প্রেম পর্ব চলছেও চলুক। এরপর দুই বাড়ি দেখাশোনা করে বিয়ে দেব। কিন্তু ওরা মেয়েকে আটকে রেখেছিল।' 

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :