Left Ads Here
Right Ads Here
২২ সেপ্টেম্বর, ২০২৩

Chopra: স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে পলাতক স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
CN Webdesk      শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে পলাতক ছিল স্বামী। তবে শুক্রবার সকালে সেই অভিযুক্তরই ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে চোপড়া (North Dinajpur) থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধনসিমগছ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চোপড়া (Chopra) থানার দাসপাডা় ফাঁড়ির পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।   

পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম সপিতউদ্দীন। তিনি চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁও গ্রামের বাসিন্দা। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তারপরেই শুক্রবার সকালে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মাঠের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস।


Follow us on :