ব্রেকিং নিউজ
A-man-was-beaten-in-Maldah-for-protesting-Eve-teasing
Maldah: মেলায় বোনকে উত্যক্ত করায় প্রতিবাদ দাদার, প্রতিবাদীকে মারধরে অভিযুক্ত টিএমসি নেতা

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-28 16:34:35


মালদহের (Maldah Incident) হবিবপুরে ঘুরেফিরে এল হাওড়ার শ্যামপুরের স্মৃতি। বোনের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত দাদা। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস নেতা (TMC Leader) তথা পঞ্চায়েত সদস্য নিমাই সিংহ এবং তার দলবল। প্রজাতন্ত্র দিবসে ঘটা এই ঘটনায় মালদহ হবিবপুর থানার আইহো গ্রামে চাঞ্চল্য। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবার।

জানা গিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে এলাকায় মেলা বসেছিল। সেই মেলাতে চারজন বান্ধবীর সঙ্গে ঘুরতে যায় দশম শ্রেনীর এক ছাত্রী। অভিযোগ, সেই মেলাতে দু'জন যুবক উত্যক্ত করছিল তাদের। সেখানে উপস্থিত ছাত্রীর দাদা বোনের সম্মান বাঁচাতে এগিয়ে আসেন। তারপর শুরু হয় দু'পক্ষের বচসা। এরপর সেখানে তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিংহ হাজির হন।। অভিযোগ, ওই প্রতিবাদী যুবকের পাশে না দাঁড়িয়ে নিমাই সিংহ তাকেই মারধর করেন। অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য নিমাই সিংহ জানান,'সিসি ক্যামেরাতেই ধরা পড়েছে আমি মেরেছি নাকি মারিনি। তদন্ত করে দেখুক, যদি আমি মেরে থাকি আইনে যেটা সাজা হবে, সেটা মেনে নেব।'

বিজেপির দক্ষিণ মামলা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন,'তৃণমূলের রাজ্য সরকারের আমলে আইন-শৃঙ্খলা একেবারে নেই। ইভটিজ়িং-এর ঘটনা ঘটেছে। তার পরিবার যাতে অভিযোগ না করতে পারে, তৃণমূলের সদস্যরা তাদের হুমকি দিচ্ছে।'

ওই কিশোরীর কাকিমা জানান,'মেলায় ছাত্রীকে বিরক্ত করছিল। পরে তৃণমূল কমিটির লোক ছাত্রীর দাদাকে এমনকি আমাকেও ধরে মারধর করেছে। আমাদের এক প্রতিবেশী প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে। শুক্রবার সকালে তৃণমূলের ওই সদস্যরা বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে।' মেয়েটির দাদা জানান,'মারধরের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তৃণমূলের ওই সদস্যরা। নিমাই সিংহ তাঁদেরকে ইন্ধন জোগান। তারপর আমাকে ধরে মারধর করেন।'

এই অভিযোগ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান,'এই ঘটনার সঙ্গে দল জড়িত নয়। তার অন্যায়ের কৃতকর্ম তাকেই ভুগতে হবে। আইন আইনের পথে চলবে। পুলিস তার অ্যাকশন নেবে। দল এদের পাশে থাকবে না।'

প্রসঙ্গত, এই ঘটনায় গ্রেফতার ১। সম্প্রতি মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে হাওড়ার শ্যামপুরে খুন হয়েছেন বাবা। মালদহের হবিবপুরের ঘটনা খানিকটা সেই স্মৃতিকেই উসকে দিয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন