১৯ এপ্রিল, ২০২৪

Elephant: গোয়ালতোড়ে হাতির পিছনে লাগার ফল! সুরে তুলে এক ব্যক্তিকে আছাড়, ঘটনাস্থলেই মৃত্যু
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-07 17:08:59   Share:   

ফের হাতির হানায় মৃত্যু (death) হল এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া পরিবারে। মর্মান্তিক এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) গোয়ালতোড় এলাকার। বন বিভাগ (Forest Department) সূত্রে জানা যায়, গোয়ালতোড় বন বিভাগের দুধপতি এলাকায় আচমকাই প্রবেশ করে একটি হাতি (elephant)। হাতি এলাকায় প্রবেশ করাতেই শয়ে শয়ে যুবক সেই হাতিটিকে উত্ত্যক্ত করতে শুরু করে। গোটা রাস্তাজুড়ে হাতিটিকে ঘিরে ধরে জনজোয়ার নামে। এরপরই ঘটে বিপত্তি। জানা যায়, ওই সময় মাধব মল্য নামে এক ব্যক্তি হাতির সামনে পড়ে যান। ঘটনাস্থলে তাঁকে সুরে করে আছাড় মারে হাতিটি। এরপর সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। এরপর বন দফতরের তত্পরতায় হাতিটিকে অন্যত্র সরিয়ে আনা হয়। তবে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। হাতি উত্ত্যক্ত করার ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন বন দফতর। 


Follow us on :