১৯ এপ্রিল, ২০২৪

Bank: ব্যাঙ্ক থেকে দফায় দফায় প্রায় ৭০ হাজার টাকা উধাও, থানার দারস্থ প্রতারিত
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-04 19:52:17   Share:   

ব্যাঙ্ক (Bank) থেকে উধাও টাকা! অভিযোগ, গত ছয় থেকে সাত মাস ধরে ২১ দফায় প্রায় ৭০ হাজার টাকার প্রতারণার (Fraud) শিকার হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) গঙ্গাসাগরের মহীষামারী গ্রামে। অবশেষে থানার দ্বারস্থ হলেন প্রতারিত ব্যক্তি। জানা গিয়েছে, প্রতারিত ওই ব্যক্তির নাম পরিতোষ দাস। তিনি মাছের ট্রলারে কাজ করেন।   

প্রতারিতর ভাইপোর দাবি, পরিতোষ দাসের অ্যাকাউন্টে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিল। মাছের ট্রলারে কাজ করার জন্য ছয়-সাত মাস তিনি ব্যাঙ্কে যেতে পারেননি। ফলে মঙ্গলবার সকালে কাজের চাপ কম থাকায় তিনি ব্যঙ্কে যান। তাঁর অভিযোগ, ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, মুম্বইয়ের একটি ব্যাঙ্ক থেকে ১৪ মে ২০২২-এ তাঁর অ্যকাউন্ট থেকে টাকা তোলা হয়। অ্যাকাউন্ট থেকে ২১ দফায় প্রায় ৭০ হাজার টাকা তোলা হয়। তাঁর দাবি, স্থানীয় ব্যাঙ্ক থেকে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া হয় তাঁদের।

ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা, কীভাবে এই প্রতারণা করেছে তার তদন্ত করছে পুলিস। 


Follow us on :