LATEST NEWS
29 May, 2023

Beaten: কালীপুজোতে ৫০ হাজার টাকা তোলা না পেয়ে কারেন্ট অফ করে বাড়ি ভাঙচুর জীবনতলায়
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১০-২৭ ১৯:৩০:০৩   Share:   

৫০ হাজার টাকা তোলা দাবি করেছিল এলাকার বেশ কয়েকজন যুবক। সেই টাকা দিতে না পারায় বাড়িতে এসে ব্যাপক ভাঙচুর, মারধর (Beaten) করার অভিযোগ ওঠে ওই যুবকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই অভিযুক্ত যুবকদের আটক করেছে পুলিস। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঘুটিয়া শরিফ সুভাষপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবকরা এলাকার প্রশান্ত ব্যাপারির বাড়িতে যায় কালীপুজোর রাতে এবং ৫০ হাজার টাকা দেওয়ার জন্য জোর করতে থাকেন। প্রশান্ত ব্যাপারি সেই টাকার মধ্যে ১০ হাজার টাকা দেন। বাকি টাকা না দিতে পারায় বুধবার রাতে ইলেকট্রিক অফ করে অভিযুক্তরা তাঁর বাড়িতে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। বাড়িজুড়ে ভাঙা মারুতি গাড়ি,বাইক,এসি, সিসি ক্যামেরাও। পাশে আরও একটি বাড়িও ভাঙচুর চালিয়েছে তাঁরা। এরপরে ঘটনাস্থলে আসে ঘুটিয়া শরিফ ফাঁড়ির পুলিস। ইতিমধ্যে এলাকা থেকে মোট চারজনকে আটক করা হয়ছে। ঘটনা তদন্ত শুরু করেছে ঘুটিয়ারি শরিফ থানার পুলিস।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :