২৮ মার্চ, ২০২৪

Memari: মা সবজি কিনে বাড়ি ফিরে দেখেন নিথর পড়ে মেয়ে! ছাত্রী খুনের অভিযোগে সরব রসুলপুর
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-29 14:22:08   Share:   

সাত সকালেই এক ছাত্রীর রহস্য মৃত্যু (death)। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারীর (Memari) রসুলপুর রেলগেট নতুনরাস্তা এলাকায়। জানা যায়, মৃতার নাম দীপিকা বৈদ্য, বয়স ১৭ বছর। মৃতা রসুলপুর বৈদ্যডাঙ্গা গালর্স স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী (student) ছিল। পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে খুন (murder) করা হয়েছে দীপিকা বৈদ্যকে। পুলিস (police) ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপিকা বৈদ্য-এর মা তাপসী বৈদ্য সবজির ব্যবসা করেন। প্রতিদিনই ভোরে সবজি আনতে বাজারে বেরিয়ে যান। বৃহস্পতিবার ভোরেও তিনি বাজারে যান।

এরপর সকাল ৭টা নাগাদ বাড়ি ফিরে দেখেন মেয়ে বিছানায় নিথর হয়ে পড়ে আছে। কিছু না বুঝতে পেরে তড়িঘড়ি পুলিসকে খবর দেন তিনি। পুলিস খবর পেয়ে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। পুলিসের প্রাথমিক অনুমান, দীপিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিস।


Follow us on :