১৭ এপ্রিল, ২০২৪

Death: টুকলির অপবাদ সহ্য করতে না পেরে নোট লিখে আত্মঘাতী ছাত্রী! বেলডাঙ্গায় 'নিখোঁজ' ছাত্রের দেহ উদ্ধার
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-10 14:39:57   Share:   

মর্মান্তিক ঘটনা! পরীক্ষায় নকল করার অপবাদ। এরপর মা-বাবাকে স্কুলে ডেকে অপমান স্কুলশিক্ষিকার (teacher)। যা কিছুতেই সহ্য করতে পারছিল না অষ্টম শ্রেণির এক কিশোরী। অবশেষে মর্মান্তিক সিদ্ধান্ত। সুইসাইড নোট (Suicide note) লিখে আত্মঘাতী ওই ছাত্রী। সুইসাইড নোটে লেখা, "স্কুলের নকল করার মিথ্যা অভিযোগ কিছুতেই সহ্য করতে পারছিলাম না। একটা মেয়ের কথায় আমার জীবনে কলঙ্ক লেগে গেল। আমার কথার কোনও দামই থাকল না।" মূলত, সুইসাইড নোটে সে তার এক বান্ধবীর দিকে অভিযোগের আঙুল তুলেছে। মর্মান্তিক এই ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri) দেবনগর এলাকার। পরিবারের অভিযোগ, কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও কীভাবে তাঁদের মেয়ের উপর এই অপবাদ দেওয়া হল? এই ঘটনা যাতে ফের না হয় সেজন্য দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

অন্যদিকে, সপ্তম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে (death) ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা থানার দয়ানগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা বেলা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে একটি ভাঙা কুঁড়ে ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ, তার দুই হাতই বিকলাঙ্গ। ফলে সে কোনওরকমভাবে একা একা গলায় দড়ি দিতে পারবে না ইচ্ছা হলেও। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা আছে সেই তদন্তে পুলিস। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং পরিস্থিতির সামাল দেয়।


Follow us on :