মর্মান্তিক ঘটনা! জাতীয় সড়কে মোবাইলে ছবি তুলতে গিয়েই ঘটল বিপত্তি, দুর্ঘটনার (accident) কবলে পড়ে মৃত্যু (death) এক কিশোরের। শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। যদিও ঘাতক গাড়িটির এখনও খোঁজ পাওয়া যায়নি, তদন্তে পুলিস। ঘটনাটি বোলপুরের (Bolpur) ইলামবাজারের।
জানা গিয়েছে, ইলামবাজার থানার অন্তর্গত ইলামবাজার জঙ্গলের জাতীয় সড়কে মোবাইলে ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক কিশোর। দুর্ঘটনার পরই মৃত্যু হয় তার। মৃতের নাম সুমন শেখ, বয়স ১৭ বছর। সুমন ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। তার সঙ্গে থাকা এক বন্ধু জানায়, বুধবার সকালবেলায় বন্ধুদের সঙ্গে ইলামবাজার থেকে সে বোলপুর আসছিল। এরপর জঙ্গলের জাতীয় সড়কে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়েছিল তারা। এমন সময় পিছন থেকে একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সে রাস্তায় লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। সুমন তার বন্ধু শেখ রাউল এবং শেখ জুয়েলের সঙ্গেই বুধবার বোলপুর বেড়াতে এসেছিল। এরপরই ঘটে যায় দুর্ঘটনা।