ব্রেকিং নিউজ
A-bomb-exploded-in-Bhatpara-panic
Blast: ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, চাঞ্চল্য এলাকায়

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-10-25 12:20:47


ফের ভাটপাড়ায় বোমা বিস্ফোরণ (bomb explosion)। বোমা ফেটে মৃত্যু (death) এক কিশোরের। ঘটনাস্থল ভাটপাড়া (Bhatpara) ২৮ নম্বর রেলগেট এলাকা। অভিযোগ, রেললাইনের ধারেই রাখা ছিল বোমাগুলি (bomb)। সেই বোমাগুলিকে চারজন বল ভেবে খেলতে শুরু করে। আর এরপরই ঘটে বিপত্তি। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়। জখম আরও দুজন। উত্সবের মরসুমে এমন মর্মান্তিক ঘটনায় আতঙ্কের পরিবেশ এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। তল্লাশি চলে গোটা এলাকায়। উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৈহাটির জিআরপি–আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিস।

পুলিস সূত্রে খবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে বোমাটি কেউ ফেলে রেখেছিল। সেটাকেই বল ভেবে খেলতে যায় ৭ বছরের একটি শিশু। আর বোমাটি হাতে নিতেই বিকট শব্দে ফেটে যায়। এরপরই এই দুর্ঘটনা। তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন