১৯ এপ্রিল, ২০২৪

Alipurduar: একে হাতি রক্ষা নেই ভাল্লুক দোসর! গৃহস্থের বাগানে আশ্রয় নেওয়া ভাল্লুক উদ্ধার
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-03 18:16:36   Share:   

এতদিন বুনো হাতির (elephant) তাণ্ডবের পর এবার লোকালয়ে ভাল্লুকের (bear) হানা। এর আগে ভাল্লুকের দেখা গিয়েছিল শুক্রবার। এরপর ফের একবার লোকালয়ে ভাল্লুকের দেখা মিলল আলিপুরদুয়ার (Alipurduar) কুমারগ্রামের মধ্য হলদিবাড়িতে। কয়েকদিন আগেই ভুটান (Bhutan) সীমান্তের কাছে কুমারগ্রামের নেপালি বস্তির বাসিন্দারা একটি ভাল্লুক দেখতে পেয়ে বন দফতরকে খবর দেন। বন দফতরের কর্মীরা সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে ভাল্লুকের দেখা না পেয়ে ফিরে আসেন। তারপর শুক্রবার রাতে মধ্য হলদিবাড়ির কয়েকজন বাসিন্দা গ্রামে ভাল্লুক দেখতে পেয়ে বন দফতরকে খবর দেন। রাতে বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভাল্লুকের উপস্থিতি বুঝতে পারলেও, সেটিকে ধরার জন্য দিনের আলো ফোঁটার অপেক্ষা করেন। 

শনিবার সকালে স্থানীয় এক বাসিন্দার সুপারি বাগানের ঝোপে ভাল্লুকটি আশ্রয় নিলে, নেট দিয়ে এলাকাটি ঘিরে দেয় বন দফতর। কিন্তু ভাল্লুকের আকার দেখে পরে বন দফতরের আধিকারিকরা সিদ্ধান্ত নেন সেটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে হবে। এর পাশাপাশি ভাল্লুকটি নিয়ে যাওয়ার জন্য লোহার খাঁচাও আনা হয়। তারপর সেটিকে ঘুমের গুলি করে কাবু করে উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ভাল্লুকটির স্বাস্থ্য পরীক্ষা করে ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে ঘনঘন বুনো হাতির তাণ্ডব ও এরপর ভাল্লুকের হানায় যথেষ্ট আতঙ্কে গ্রামবাসী। 


Follow us on :