২৫ এপ্রিল, ২০২৪

Panihati: মুরগি ব্যবসায়ীকে মারধর এবং দোকান উচ্ছেদের হুমকি! কাঠগড়ায় তৃণমূল নেত্রী মা ও মেয়ে
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-21 13:44:26   Share:   

পানিহাটির (Panihati Incident) বাসিন্দা এক ব্যবসায়ী মানিক বোস ও তাঁর ছেলে খড়দহ বিটি রোডের উপর দেড় বছর ধরে মুরগির (Chicken Shop) দোকান চালান। এবার সেই দোকান থেকে তাঁদের উচ্ছেদের হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেত্রী। এই ঘটনায় ছেলের অভিযোগ, 'খড়দহ এলাকার তৃণমূল নেত্রী (TMC Leader) রাখি দত্ত পাল ও তাঁর মেয়ে অলিভিয়া পাল তাঁদের দোকান থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন। তৃণমূল নেত্রী প্রথমে ব্যবসায়ীর কাছ থেকে মাসিক তিন হাজার টাকা করে ভাড়া নিতেন। এখন বলছেন ভাড়া বাবদ ছয় হাজার টাকা দিতে হবে। গত দেড় মাস ধরে আমাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। পৌরসভা এসে উঠে যেতে বলছে। একমাস আগে রাখি দত্ত পালের মেয়ে আমাকে মারধর করেছে। বাবাকেও এসে হুমকি দেওয়া হয়েছে।'

এই ঘটনায় তৃণমূল নেত্রী রাখি দত্ত পাল-সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীর ছেলে প্রশ্নাতীত বোস। জানা গিয়েছে, দোকানে গিয়ে ভাঙচুর এবং কর্মীদের হুমকি দিয়েছেন সকন্যা তৃণমূল নেত্রী।

এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ব্যবসায়ী বাবা-ছেলে। খড়দহ পৌরসভা থেকে শুরু করে খড়দহ থানা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের। এমনকি তৃণমূল নেত্রীর মেয়ের সেই হুমকির ছবি ধরা পড়েছে সিএন-র ক্যামেরায়। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'দোকানটি তাঁর থেকে ভাড়া নিয়েছেন ওই ব্যবসায়ী। এখন তাঁকে উঠে যেতে বলায় সেই ব্যবসায়ী কোনওভাবে উঠছেন না। বরং নিজের নামে লাইসেন্স বের করতে ওরা পৌরসভায় গিয়েছিল। এখন ও, ওই দোকান দখল করতে চাইছে। তাঁদের কোন হুমকি বা মারধর করা হয়নি। মেয়ের সামনে আমাকে বাজে কথা বলায়, গালিগালাজ করায় মেয়ে ধমক দিয়েছে। পুরো অভিযোগটা ভিত্তিহীন।'


Follow us on :