২৪ এপ্রিল, ২০২৪

Katwa: পাড়ায় ঘুরছে সজারু, চক্ষু চড়ক গাছ স্থানীয়দের! বন দফতরের উদ্যোগে উদ্ধার, স্বাস্থ্য পরীক্ষা
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-15 13:20:05   Share:   

সাতসকালেই কাটোয়া (Katwa) শহরের প্রাণকেন্দ্র থেকে উদ্ধার হল একটি সজারু (Porcupine)। সচরাচর যে প্রাণীকে দেখা যায় না লোকালয়ে, সেই প্রাণীকে দেখে হকচকিয়ে যায় শহরবাসী। স্থানীয়দের মতে, উদ্ধার হওয়া সজারুটিকে পাঠানো হবে বর্ধমানের (Burdwan) রমনাবাগান চিড়িয়াখানায়।

স্থানীয়রা জানান, কাটোয়া শহরের টেলিফোন ময়দানের পাড়ার ভেতর ঘুরতে দেখা যায় ওই সজারুকে। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা সজারুটিকে বাগে আনতে অনেক ঘাম ঝরিয়ে অবশেষে তাকে ধরতে সক্ষম হন। এরপর ওই সজারুটিকে খাঁচা বন্দি করে নিয়ে আসা হয় কাটোয়ার রেগুলেটেড মার্কেটের নার্সারিতে। আপাতত বৃহস্পতিবার সেখানেই থাকবে এই সজারু।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সজারুর স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার তাকে পাঠানো হবে বর্ধমানের রমনাবাগান চিড়িয়াখানায়। তবে বন দফতরের কর্মীদের অনুমান, যদি একটি সজারুর দেখা মেলে কাটোয়া শহরে তাহলে ওই পাড়ায় আরও সজারু থাকতে পারে। খোঁজ চলানো হবে। 


Follow us on :