২৬ এপ্রিল, ২০২৪

Mahestala: কালীপুজোর চাঁদা ১০ হাজার টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর মহেশতলায়
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-24 16:56:23   Share:   

মহেশতলার (Maheshtala) নুঙ্গি বুড়ো শিবতলা এলাকায় কালীপুজোর (Kali Puja) চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের (Physical Assault) অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় স্থানীয় বেশ কিছু যুবক। বুড়ো শিবতলা এলাকার বাসিন্দা সৌমিত্র সেনের অভিযোগ, তাঁর কাছ থেকে কালীপুজোর জন্য চাঁদা হিসেবে ১০ হাজার টাকা চাওয়া হয়। তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন ১০১ টাকা চাঁদা দেবেন। কালীপুজোর চাঁদা না দেওয়ার জন্যই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

সৌমিত্র বাবুর অভিযোগ, তাঁর বাড়িতে এসেও চড়াও হয়েছিল স্থানীয় বেশ কিছু যুবক। এরপর তিনি ১০০ ডায়ালে ফোন করে গোটা ঘটনা জানালে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিস। তাঁর অভিযোগ, পুলিসের সামনেই বেশকিছু যুবক তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনায় আতঙ্কে রয়েছে সৌমিত্রবাবুর পরিবারের লোকজন।

অভিযোগ, স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের কর্মী উৎপল তাঁর বেশ কিছু সঙ্গীদের নিয়ে এসে তার ওপর চড়াও হয়েছিলেন। সৌমিত্রবাবুকে মারধর করলে রক্তাক্ত অবস্থায় তিনি মহেশতলা থানায় গিয়ে জিডি করেন। মহেশতলা পৌর হাসপাতালে নিজের চিকিৎসা করান।


Follow us on :