LATEST NEWS
28 May, 2023

Suicide: নিজের বন্দুকের গুলিতেই আত্মঘাতী এক বিএসএফ জওয়ান
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১০-০৯ ১৬:৪৯:৫১   Share:   

ফের মর্মান্তিক মৃত্যু (death)। সার্ভিস রিভলভারের গুলিতেই আত্মঘাতী (suicide) এক বিএসএফ জওয়ান। জানা যায়, রবিবার সকালে কর্মরত অবস্থায় সার্ভিস রিভলবার (Service revolver) থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই জওয়ান (soldier)। মৃত ওই বিএসএফ কর্মীর নাম কৌশিক বিশ্বাস। বাড়ি নদিয়ার (Nadia) চাকদহ থানার চাদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায়। সম্প্রতি তিনি বিহার থেকে অসমে পোস্টিং পান। এদিন সকালে চাকদায় কৌশিকের পাশের বাড়িতে টেলিফোন মারফত তাঁর মৃত্যুর খবর জানতে পারে পরিবার। তারপরেই শোকে ভেঙে পড়ে পরিবারের সকলে।

জানা গিয়েছে, দেড় বছর আগে অমৃতা বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। মৃত কৌশিকের বাবা কৃত্তিবাস বিশ্বাস, পেশায় তিনি কৃষিজীবী। পরিবারে রোজগেরে বলতে ছিলেন একমাত্র কৌশিক। অন্যদিকে তাঁর একটি বোনও রয়েছে।

Ad code goes here

পরিবারের অভিযোগ, কৌশিকের বন্ধু জয়ন্ত মণ্ডল ওরফে পচা তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কৌশিক। তবে মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছ বলেই সূত্রের খবর। তদন্তে নেমেছে পুলিস। 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :