২৮ মার্চ, ২০২৪

Narendrapur: নরেন্দ্রপুর বোমা-কাণ্ডে গ্রেফতার ৭, দুষ্কৃতীদের দেখে ফেলাতেই কি এই সন্ত্রাস?
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-29 12:33:32   Share:   

নরেন্দ্রপুর বোমাবাজি (Narendrpur Incident)-কাণ্ডে গ্রেফতার ৭। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC)  একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই ঘটনায় জেলা পুলিসের রিপোর্ট তলব করেছে। ঘটনার একদিন পরেও নরেন্দ্রপুরের দাসপাড়া শান্তিপার্ক এলাকায় আতঙ্ক। অবিলম্বে অভিশপ্ত মাঠে দুষ্কৃতী দৌরাত্ম্য এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ হোক। শিশুদের (Minor Injured) উপর যারা অত্যাচার করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক।

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে শান্তিপার্ক এলাকার শুনশান মাঠে যখন ওই ৫ বাচ্চা খেলছিল, তখন ৪-৫ জন বাইকে আসে। তারা মাঠের একটা টিনের শেড দেওয়া ঘরের তালা ভাঙার চেষ্টা করে। নাবালকদের উৎসুক মুখ তালা ভাঙার কারণ জিজ্ঞাসা করলেই হুমকির মুখে পড়তে হয়। ওই ৫ নাবালক দেখে ফেলে ঘরের ভিতর বোমা মজুত করা। তখনই একটা বোমা তাদের দিকে ছোড়া হয়। সেটা লক্ষ্যভ্রষ্ট হলে, আরও একটা বোমা ছোড়া হয়। দ্বিতীয় বোমার স্প্লিন্টারের ঘায়ে রক্তাক্ত ওই পাঁচ নাবালক। শুক্রবার তাদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ওই পাঁচ নাবালককে।

এই ঘটনার পিছনে এবং বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্যের পিছনে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখতে পুলিসকে আর্জি জানান স্থানীয়রা।


Follow us on :