২৫ এপ্রিল, ২০২৪

Kharibari: পাচারের আগেই পুলিসকর্মী-সহ আটক ৬, উদ্ধার ৩২টি মহিষ
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-08 11:36:56   Share:   

মহিষ পাচার করার আগে একজন পুলিসকর্মী-সহ ৬ জনকে আটক করল এসএসবি (SSB) ৪১ নম্বর ব্যাটেলিয়ানের। ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খড়িবাড়ি থানায় (Kharibari police station)। ভারত নেপাল সীমান্ত (India Nepal border) খড়িবাড়ি ব্লকের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালায় এস‌এসবির ৪১ তম ব্যাটেলিয়ানের রামধনজোত ও ভাতগাও হেড কোয়ার্টারে জওয়ানরা। এরপর সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালালে মোট ৩২টি মহিষ (buffalo) উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা ৬ জনকে আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিস সূত্রে খবর, ধৃতরা হল মহম্মদ তাহির, মহম্মদ খুশিত আলম, পাপ্পু কুমার, মিন্টু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম ও ফনি রায়। এদের মধ্যে প্রথম চারজন বিহারের বাসিন্দা। মহম্মদ রফিকুল আসামের মুড়িগাও এলাকার বাসিন্দা। পুলিসকর্মী ফনি রায় নকশালবাড়ি থানায় কর্মরত, তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। পুলিস সূত্রে আরও জানা যায়, বিহার থেকে মহিষগুলি আসামে পাচার করার ছক কষে ছিল পাচারকারীরা। কিন্তু তার আগেই তাঁদের আটক করা হয়। ধৃত ছয়জন পাচারকারীকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।


Follow us on :