২৩ এপ্রিল, ২০২৪

Ram Navami: রামনবমীর মিছিলে হামলার ঘটনায় গ্রেফতার ৩৬ জন
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-31 12:57:04   Share:   

বৃহস্পতিবার হাওড়ায় (Howrah) রামনবমীর (Ram Navami) মিছিলে হামলার ঘটনায় গ্রেফতার (Arrest) ৩৬ জন। পুলিস সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে অগ্নি-সংযোগ, ভাঙচুরের ধারায় মামলা রজু করা হয়েছে। বৃহস্পতিবার রামনবমীর মিছিলে হামলার অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পরে বিশাল পুলিস বাহিনী পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবারের ঘটনার পর, শুক্রবার সকাল থেকেই হাওড়া শিবপুর থানার তরফে জিটি রোড এলাকায় সকাল থেকে চলে পুলিসের টহলধারী। এলাকায় চাপা উত্তেজনা থাকলেও বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত স্বাভাবিক যান চলাচল।

মিছিলের পক্ষে বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, এই মিছিলের জন্য সিপিকে ছাড়াও সমস্ত থানায় চিঠি করে বিশ্ব হিন্দু পরিষদ। একমাত্র শিবপুর থানা বিশ্ব হিন্দু পরিষদের আবেদনপত্র গ্রহণ করেনি। মিছিলের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবারের মিছিলে অন্যান্য থানার ওসিরা সহযোগিতা করলেও, শিবপুর থানার ওসি কোনোরকম সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তাঁরা। আর সেই শিবপুর থানার সামনেই এই অশান্তির ঘটনা। এর পেছনে অন্য কোন রকম ষড়যন্ত্র রয়েছে কিনা, খতিয়ে দেখার আবেদন বিশ্ব হিন্দু পরিষদের। গত বছর ওই একই জায়গায় অশান্তি হয়েছে বলে অভিযোগ তাদের।


Follow us on :