হালখাতার মিষ্টি খেয়ে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি ৩০জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের রাধাকৃষ্ণপুর গ্রামে। জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে বেশির ভাগই শিশু।
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার রাতে রাধাকৃষ্ণপুর গ্রামে একটি পশুখাদ্যের দোকানে হালখাতা হয়। স্থানীয় গ্রামবাসীরা দোকানে হালখাতার মিষ্টি খাওয়ার পর, শনিবার দুপুর থেকে অসুস্থ হতে শুরু করেন। শুরু হয় বমি। এরপর তড়িঘড়ি সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই গ্রামের যাঁরা যাঁরা ওই মিষ্টি খেয়েছিলেন প্রত্যেকে ধীরে ধীরে অসুস্থতা বোধ করতে থাকেন। অসুস্থ গ্রামবাসীদের নিয়ে আসা হয় সাগর গ্রামীণ হাসপাতালে। মোট ৩০ জন ভর্তি সাগর গ্রামীণ হাসপাতালে। এদের মধ্যে ১৮ জন শিশু।
ইতিমধ্যে শারীরিক অবস্থার অবনতি হয় দুজনের। তাঁদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ও হাসপাতলে পাঠানো হয়েছে। অসুস্থ গ্রামবাসীদের দেখতে সাগর গ্রামীণ হাসপাতালে যান সাগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অসুস্থদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।
সাগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক জানান, মিষ্টির মধ্যে কোনোভাবে ফুট পয়জনিং বা বিষক্রিয়া হয়েছে। তার কারণে ডায়রিয়া নিয়ে বেশিরভাগ গ্রামবাসী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা চলছে সকলের অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ শিশু চিকিৎসকদের দিয়ে শিশুদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।
ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিস। গবাদি পশুখাদ্য দোকানের মালিককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সাগর থানার পুলিস।