দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিতে ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক জায়গায়। প্রাণও হারিয়েছেন অনেকেই। ফের রবিবারের ঝড় বৃষ্টিতে বাঁকুড়ার জয়পুরের হরিহরপুরে বাজ পড়ে মৃত্যু এক ব্যক্তির।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকালে বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মাঝি। বয়স আনুমানিক ৭০ বছর। মৃতের বাড়ি হেতিয়া অঞ্চলের হরিহরপুর গ্রামে। জানা যায়, সেদিন মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের কবলে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয়রা জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
অন্যদিকে মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু হয় দুই বালকের। রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার কাসিমনগর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই বালক বছর ১০ এর আকাশ শেখ এবং বছর ১১ এর মাসুদ শেখ। উভয়েরই বাড়ি সুতি থানার কাসিমনগর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিস। এলাকার দুই বালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।