২৫ এপ্রিল, ২০২৪

Jalpaiguri: ২৫০ কেজি গাঁজা উদ্ধার রাজগঞ্জে, গ্রেফতার তিন পাচারকারী
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-05 10:50:46   Share:   

এবার বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি পুলিস (police)। শুক্রবার রাতে অভিযানে উদ্ধার হয় প্রায় আড়াইশো কেজি গাঁজা। গ্রেফতার ভিন রাজ্যের তিনজন।

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে অভিযান চালানো হয়। সেখানে পাঞ্জাব নম্বরের একটি বড় কন্টেনার ট্রাক আটক করে জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ এবং রাজগঞ্জ থানার পুলিস তল্লাশি চালিয়ে কন্টেনারে তৈরি করা গোপন খুপুরি থেকে উদ্ধার হয় প্রায় আড়াইশো কেজি গাঁজা (weed)। যারা আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। ওই কন্টেনারে থাকা তিনজনকে গ্রেফতার (arrest) করা হয়।

পুলিস সূত্রে খবর, ধৃতরা হল বছর ৩৫ এ জাসবিন্দর সিং, বছর ২৫ এর বাবু সিং, বছর ৫৪ এর জিন্দর সিং। ধৃতরা তিনজনই পাঞ্জাবের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসবাদের পর, পুলিস জানতে পারে, গাঁজাগুলি গুয়াহাটি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।

জেলা পুলিস সুপার দেবর্ষি দত্ত একটি লিখিত বার্তায় জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে রাজগঞ্জ থানায় শুরু মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।


Follow us on :