বাংলাদেশে (Bangladesh) পাচারের আগে দুটি লরিকে ভেতর থেকে ১৫ টি গরু ১৫ টি মহিষ ও ১০ টি বাছুর সহ তিনজনকে গ্রেফতার (arrest) করল ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিস (police)।
জানা যায়, বিধাননগর মুরলিগঞ্জ চেকপোস্টের সামনে রাতের বেলানাটা চেকিং করার সময় সন্দেহজনক পরপর দুটি লরিকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশি করার পর গাড়ির ভেতর থেকে গরু ও মহিষ থাকায়, সঙ্গে সঙ্গে গাড়ি চালক সহ গাড়ি দুটিকে থানায় নিয়ে আসা হয়। এরপর বৈধ কাগজপত্র দেখতে না পারায় চালক ও সহকারী চালক দুটি গাড়ির তিনজনকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিস। পরবর্তীতে তাদের শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়। এই মহিষ ও গরু পাচারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া বিধাননগর থানার পুলিস।
তবে যেখানে রাজ্য জুড়ে গুরু পাচার কাণ্ডে উত্তপ্ত, সেখানে রাতের অন্ধকারে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে পাচার করা হচ্ছে গরু? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে বিভিন্ন মহলের প্রশ্ন উঠেছে।