প্রতিষ্ঠার ১০০ বছর উপলক্ষ্যে আজ জয়রামবাটি মাতৃমন্দিরে আয়োজিত হল বিশেষ উৎসব। মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির মাতৃমন্দিরে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজো, পাঠ। মাতৃ মন্দির প্রতিষ্ঠার এই বিশেষ দিনে শুধু বাঁকুড়া জেলা বা রাজ্য থেকে নয়, সারা দেশ থেকে অসংখ্য ভক্ত ও পর্যটক ভিড় জমিয়েছেন মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটির মাতৃমন্দিরে।
বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বজননী মা সারদা। তাঁর জীবদ্দশাতেই মায়ের পুরনো বাড়ি ও নতুন বাড়িকে অক্ষত রেখে ১৯২৩ সালে অক্ষয় তৃতীয়া উপলক্ষে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মাতৃমন্দির। গত একশো বছরে কলেবরে যেমন মাতৃমন্দির অনেক বৃদ্ধি পেয়েছে, তেমনই এই মন্দিরে ভক্ত ও পর্যটকদের আনাগোনাও বেড়েছে অনেকগুণ। চলতি বছর মাতৃমন্দির প্রতিষ্ঠা একশো বছরে পড়েছে। সেই উপলক্ষে আজ সকাল থেকে মাতৃমন্দিরে আয়োজিত হয় বিশেষ উৎসবের। আজ সকালে মাতৃমন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে সেই উৎসবের সূচনা হয়। এরপর দিনভর ভক্তিগীতি পরিবেশন, মা-এর বিশেষ পুজো, পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মাতৃমন্দির কর্তৃপক্ষ। মা সারদার জন্মভূমিতে এই বিশেষ দিনে ঢল নেমেছে পর্যটক ও ভক্তদেরও।