বুধবার দুপুরে হঠাৎই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট (Tweet) ঘিরে জল্পনা চরমে উঠেছে। সর্বত্র আলোচনা শুরু হয়ে গেল। চাউর হয়ে গেল, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ক্রিকেট প্রশাসন ছেড়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন। কেউ কেউ আবার বললেন, রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হচ্ছেন তিনি। কিন্তু সত্যিটা কী? সৌরভ কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন, নাকি তাঁর ওই টুইটে অন্য কোনও ইঙ্গিত ছিল? শেষ পর্যন্ত নিজেই রহস্যের সমাধান করেছেন বিসিসিআই সভাপতি। জানিয়েছেন, তাঁর নতুন ইনিংস আসলে ব্যবসায়িক পদক্ষেপ। একটি আন্তর্জাতিক মানের এডুকেশনাল অ্যাপ তৈরি করছেন তিনি।
বিসিসিআই সভাপতির এই টুইট স্রেফ বিজ্ঞাপনী চমক। আসলে সেটাই ঠিক। সৌরভ নিজেই জানিয়েছেন, তাঁর টুইটের সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়া বা বিসিসিআইয়ের পদ ছাড়ার কোনও সম্পর্ক নেই। আসলে তিনি একটি আন্তর্জাতিক মানের এডুকেশনাল অ্যাপ লঞ্চ করতে চলেছেন। এটা সেটারই বিজ্ঞাপনী চমক।