LATEST NEWS
28 May, 2023

Sourav Ganguly: লন্ডন আইয়ের সামনেই 'লন্ডন থুমাকদা' গানে নাচ সৌরভ-সানার! শুভ জন্মদিন মহারাজ
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৭-০৮ ১৪:১৫:১৭   Share:   

শুক্রবার ৫০ পূর্ণ করলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে ইন্ডিয়া-ইংল্যান্ড সিরিজ চলার কারণে ভারতীয় দল এখন লন্ডনে। পাশাপাশি লন্ডনেই ঘাঁটি গেড়েছেন জয় শাহ, রাজীব শুক্লর মতো বিসিসিআইয়ের প্রশাসকেরা। ইতিমধ্যে প্রিয় দাদিকে বার্থ ডে উইশ করেছেন শচিন তেন্ডুলকর। একসঙ্গে সেলিব্রেশন করতে দেখে গিয়েছে শচিন, জয় শাহ, রাজীব শুক্ল এবং অভিষেক ডালমিয়াদের।

কিন্তু ৫০তম বার্থ ডে'র আগের মধ্যরাতে লন্ডন আইয়ের সামনে অভিনব উদযাপন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। লন্ডনের রাজপথে দাঁড়িয়েই নাচলেন কুইন সিনেমার লন্ডন থুমাকদা গানে। তাঁর সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে মেয়ে সানা এবং স্ত্রী ডোনাকে।  এঁরা ছাড়াও মহারাজের জন্মদিন উদযাপনে ছিলেন পারিবারিক ঘনিষ্ঠ কয়েকজন। প্রত্যেককেই দেখা গিয়েছে কখনও ওম শান্তি ওম গানে কিংবা কখনও দেশি বয়েজ গানে নাচতে। আর এই পুরো উদযাপনে নেতৃত্বে ছিলেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Ad code goes here

ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সেই সেলিব্রেশনের ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। ছিলেন চিকিৎসক সপ্তর্ষি বসু-সহ পরিবারের অন্য সদস্যরা। 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :