আইপিএল-এ ভালো শুরু করেছিল পাঞ্জাব কিংস, তারপর আর ছন্দ ধরে রাখতে পারেনি। টুর্নামেন্টে অবশ্য ভালো খেলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) হারতে পঞ্জাব কিংসেরও (Punjab Kings) প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ধাওয়ানরাও প্লে অফে উঠতে ব্যর্থ হয়।
নকআউট পর্বে উঠতে পারেনি ছেলে শিখর এবং তাঁর দল। আর এর জেরেই বেজায় চটে গিয়েছিলেন শিখর ধাওয়ানের বাবা। সেই রাগের পারদ এতটাই উঠে যায় যে, তারকা ক্রিকেটার ছেলেকে সপাটে চড় কষান তিনি। এমনকী চড় খাওয়ার পর শিখর মাটিতে পড়ে গেলে তখনও থেমে যাননি শিখরের বাবা। এরপরেও শিখরকে বেশ কয়েকবার লাথি মারেন। আশপাশে থাকা মানুষজন শিখরের বাবাকে মারধর থেকে বিরত করতে চাইলেও তাঁকে থামানো যায়নি।
আর গোটা ঘটনাটির ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন শিখর ধাওয়ান নিজেই। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে এই ভিডিওটি যে মজা করে তৈরি করা, তা ভিডিওতে থাকা মানুষজনের অ্যাকশন দেখেই সম্পূর্ণ স্পষ্ট।