ঘোষিত হয়ে গেল কাতার-২০২২ ফুটবল বিশ্বকাপের সূচি। দাবদাহের হাত থেকে বাঁচতে এই বিশ্বকাপ শীতকালে শুরু হবে। তাই চলতি বছর ২১ নভেম্বর শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। জানা গিয়েছে, গ্রুপ-এ-র প্রথম ম্যাচ বিশ্বকাপ আয়োজক দেশ কাতারের সঙ্গে ইকুয়েডরের। এই ম্যাচ দিয়েই ঢাকে কাঠি পড়বে বিশ্ব ফুটবলের এই সেরা প্রতিযোগিতায়।
উদ্বোধনী ম্যাচ ছাড়াও ২১ নভেম্বর রয়েছে সেনেগাল-নেদারল্যান্ডস, ইংল্যান্ড-ইরান ম্যাচও। ওই দিনই আমেরিকার সঙ্গে ম্যাচ খেলবে ওয়েলস, স্কটল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে যে কোনও একটি দেশ।
২২ নভেম্বর অর্থাৎ দ্বিতীয় দিন নামছে লিয়োনেল মেসির আর্জেন্টিনা। এই বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ, এটা ধরেই টিভির পর্দায় চোখ রাখবেন লিওনেল ভক্তরা। নীল-সাদা জার্সির সামনে সৌদি আরব। সেদিন অভিযান শুরু করছে ২০১৮-র বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা খেলবে পেরু, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে যে কোনও একটি দেশের বিরুদ্ধে।
Final match schedule 🏟️ for the FIFA ⚽️ #WorldCup Qatar 🇶🇦 2022™ published ➡️ https://t.co/cLSmws7sYS. Tickets 🎟️ back on sale on 5 April via https://t.co/N8oxitnzbJ! pic.twitter.com/39KhdHrx9s
— FIFA Media (@fifamedia) April 1, 2022
এদিকে, বিশ্ব ফুটবলের অন্যতম দাপুটে দল সাম্বার দেশ ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। সেদিন তাদের সামনে সার্বিয়া। একইদিনে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এই দেশ খেলবে ঘানার সঙ্গে। জানা গিয়েছে, কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি ৯ ও ১০ ডিসেম্বর। দু’টি সেমিফাইনাল ১৩ ও ১৪ ডিসেম্বর। ফাইনাল ১৮ ডিসেম্বর।
ফিফার ওয়েবসাইট থেকে যে সম্পূর্ণ সূচি দেওয়া হয়েছে, তা কাতারের স্থানীয় সময় অনুযায়ী। ভারতীয় সময়ের থেকে আড়াই ঘণ্টা এগিয়ে। অর্থাৎ কাতারের সময় অনুযায়ী ২১ নভেম্বর দুপুর ১টায় সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ। ভারতীয় সময় অনুয়ায়ী ওই ম্যাচ সেদিন দুপুরে।