ব্রেকিং নিউজ
official-divorce-was-filed-among-footbal-giant-pk-and-pop-queen-shakira
Pk Shakira: একদশকের সম্পর্কের অবসান, বিচ্ছেদ পিকে-শাকিরার

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-06-04 20:44:25


জল্পনা সত্যি করে শনিবার সরকারিভাবে বিচ্ছেদ হল পিকে-শাকিরার। ২০১০ থেকেসম্পর্কে ছিলেন এই ফুটবলার এবং পপ গায়িকা। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, দু’জনের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। এদিনই একসঙ্গে বিবৃতি দিয়ে জানান, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই। বিয়ে না করলেও বহুদিন ধরে একসঙ্গে ছিলেন শাকিরা-পিকে।

তাঁদের দুই সন্তান রয়েছে। দু’জনেই জানান, সন্তানরা তাঁদের কাছে সবচেয়ে আগে। ফলে গোটা বিষয়টি গোপনীয়তা রাখতে চান তাঁরা। কেন শাকিরাকে বিয়ে করেননি, সে প্রসঙ্গে পিকে এক সাক্ষাৎকারে জানান, কোনওদিন বিয়ে করার প্রয়োজনই বোধ করেননি তিনি। এতটাই নাকি দৃঢ় ছিল তাঁদের সম্পর্ক!

তবে ফুটবল দুনিয়ায় জোর গুঞ্জন এই সম্পর্ক ভাঙার পিছনে নাকি পিকে দায়ী। অন্য সম্পর্কে যুক্ত থাকার কারণে বিশেষ করে শাকিরার সঙ্গে প্রতারণার জন্য বিচ্ছেদ। জানা গিয়েছে, মে মাসে দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শাকিরা। সেখানে পিকে ছিলেন না। আর একটি বিষয়ও উঠে আসছে। স্পেনে শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। তা নিয়েও কিছুটা চাপে রয়েছেন শাকিরা।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন