সময় বদলে যায়, বদলায় রণভূমি। তা সে ক্রিকেটের হোক না কেন | আজহারউদ্দিনের সময় দলের কোচ ছিলেন কখনও সন্দীপ পাতিল বা অজিত ওয়াদেকার | ভারত কিন্তু তখন খারাপ খেলছিল, এমন কথা কেউ বলবে না। কিন্তু পটভূমিকা বদলে গেল, যখন জানা গেল, স্বয়ং অধিনায়ক আজহার বেটিংয়ে যুক্ত আর তাঁর সঙ্গে উঠে এল আরও বেশ কিছু নাম | জানা গেল, অনেক ম্যাচ ছেড়ে দিয়েছে ভারত, বেটিংয়ের চক্করে | পাল্টে ফেলা হল সবকিছু | এলেন অধিনায়ক হিসাবে সৌরভ গাঙ্গুলি, সঙ্গে কিউই কোচ জন রাইট | ভারতের ফের জেতার খিদে বেড়ে গেল | দারুণ দল হল, নাম হল টিম ইন্ডিয়া | এরপর ফের বদলাল | অধিনায়ক রাহুল দ্রাবিড়, কোচ বিতর্কিত গ্রেগ চ্যাপেল | ফের ভারত গড্ডালিকায় প্রবেশ করল | ফের পরিবর্তন। বদলে ফেলা হল কোচ। অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি | ভারত দু-দুটো বিশ্বকাপ জিতল | আবারও পরিবর্তন। এলেন কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি | নেহাত খারাপ খেলছিল না ভারত। কিন্তু কিছুতেই আইসিসির কোনও টুর্নামেন্ট জিততে পারছিল না। সেরা দল হওয়া সত্ত্বেও | ফের পাল্টাল। এবার কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা |
প্রথমেই এই জুটি সামনে পেল তাদের ঘোরতর গাঁট নিউজিল্যান্ডকে | এবারের ভারত কিন্তু একেবারেই ভিন্ন | কঠিন দ্রাবিড় এবং মুম্বই ইন্ডিয়ানসের হয়ে বারবার ট্রফি পাওয়া রোহিত | পরপর তিনটি টি ২০ তে হোয়াইট ওয়াশ করল কিউই দলকে | তিনবারই টস জিতলেন এবং তিনটি ম্যাচেই ৫০ এর বেশি রান করলেন রোহিত | শেষ পর্যন্ত দ্বিদেশীও ট্রফি তাঁর হাতে এবং তাঁর প্রিয় মাঠ ইডেনে | অধিনাকত্ব একটা আর্ট, যা ছিল সৌরভের মধ্যে। ধোনির মধ্যে কিন্তু অতিরিক্ত আক্রমনাত্মক হতে গিয়ে দেশের সেরা ব্যাটার কোহলি নিজের খেলাটাই নষ্ট করে ফেললেন | রোহিত-দ্রাবিড় জুটি কিন্তু মাটিতে পা রেখেই চলবার প্রতিজ্ঞা নিচ্ছেন | এখনও বহু খেলা বাকি। কিন্তু এরমধ্যেই ক্রিকেট ওস্তাতদের মধ্যে দাবি উঠেছে, টেস্ট এবং ওয়ান ডে-তেও রোহিতকে অধিনায়ক করা হোক |