আমরা শক্তি সঞ্চয়ে জোর দিলেও ঝাড়খণ্ড (Jharkhand Power Crisis) এখনও বিদ্যুৎ সঙ্কট থেকে বেরোতে পারেনি। এভাবেই সম্প্রতি ট্যুইটারে সরব হয়েছেন সাক্ষী ধোনি (Sakkhi Dhoni)। তাঁর প্রশ্ন, 'এমন নিয়মিত বিদ্যুৎ সঙ্কটকে আমরা কী বলতে পারি? ঝাড়খণ্ডের একজন করদাতা হিসেবে জানতে চাইছি কেন এত বছর ধরে রাজ্যে বিদ্যুৎ সঙ্কট চলছে। আমরা সচেতন নাগরিক হিসেবে কিন্তু শক্তি সঞ্চয় করে চলেছি।'
এ প্রসঙ্গে উল্লেখ্য, গোটা দেশের মতো ঝাড়খণ্ডেও দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তার মধ্যেই নিয়মিত বিদ্যুৎ সঙ্কটে লোডশেডিং চলছে রাজ্যজুড়ে। তাই খানিকটা ক্ষোভ ফুটে উঠেছে সাক্ষী ধোনির ট্যুইটে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম সিংভুম, কোডার্মা, গিরিডি জেলায় তাপপ্রবাহ চলছে। আগামি দুই-তিন দিনের মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে রাঁচি, বোকারো, পূর্ব সিংভূম, গারহোওয়া, পালামৌ এবং ছাতরায়।
ইতিমধ্যে দেশব্যাপী কয়লা সঙ্কট বাড়ায় ইতিমধ্যে একপ্রস্থ বৈঠক করেছে বিদ্যুৎমন্ত্রী আরকে সিং এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কয়লা মন্ত্রক এবং রেল মন্ত্রক সমন্বয় গড়ে কীভাবে এই সঙ্কট মেটাবে? সেই আলোচনা সম্প্রতি দুই মন্ত্রক করেছে।