২২ গজে অব্যাহত বাংলার মেয়ের দাপট। মহিলা বিশ্বকাপে (Women's World Cup) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তাঁর ঝুলিতে এখন ৪০ উইকেট। এই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন চাকদহ এক্সপ্রেস (Chakdaha Express)। ক্যারিবিয়ান মহিলা ব্রিগেডের বিরুদ্ধে সেই সাফল্যকেও ছাপিয়ে গেলেন তিনি। এখনও পর্যন্ত মহিলা ক্রিকেট বিশ্বকাপে ৩১ ম্যাচে ৪০ উইকেট নিয়েছেন ঝুলন।
এদিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬তম ওভারেই রেকর্ড গড়েন এই ভারতীয় বোলার। সেই সময় পিচে ছিলেন আনিসা মহম্মদ। তিনি ঝুলনের বলে বড় শট মারার চেস্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে, বল ব্যাটের উপরে লেগে তানিয়া ভাটিয়ার তালুবন্দি হয়। সেই উইকেট পড়তেই ঝুলনের নামে পাশে যোগ হয় বিশ্বকাপে ৪০ উইকেটের কীর্তি।
এদিকে নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর এদিন ক্যারিবিয়ানদের হারিয়ে ঘুরে দাঁড়ান মিতালি-স্মৃতিরা। ১৫৫ রানের এই জয় রান রেট বাড়াতেও সাহায্য করবে। এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, বেশী উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ফুলস্টন(৩৯উইকেট)। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্যারল হজস (৩৭)। চতুর্থ এবং পঞ্চম স্থানে ইংল্যান্ডের ক্লেয়ার টেলর (৩৬) ও অস্ট্রেলিয়ার ক্যাথির্ন ফিৎজপ্যাট্রিক (৩৩)।
তবে সাম্প্রতিক মহিলা ক্রিকেটের বিশ্বে ঝুলনকে টেক্কা দেওয়ার মতো কোনও বোলার নেই। এখন বিশ্ব মহিলা ক্রিকেটে ব্যাটারদের দুরমুশ করতে একটাই নাম চাকদহ এক্সপ্রেস। অপরদিকে বাস্তবের ঝুলনকে ম্যাচ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পর্দার ঝুলন। এ প্রসঙ্গে উল্লেখ্য, চাকদহ এক্সপ্রেস নামে তৈরি হওয়া ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় অনুষ্কা শর্মা।
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন তিনি।